ভালুকা (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:০৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৪ পিএম
প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম। প্রবা ফটো
ময়মনসিংহের ভালুকার প্রবীণ সাংবাদিক নূরুল ইসলাম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২০মিনিটে নিজ বাড়িতে মারা যান তিনি।
সাংবাদিক নূরুল ইসলাম দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। তিনি ডেইলি সান ও ডেইলি অবজারভার পত্রিকায় ময়মনসিংহ জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। ভালুকা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ক্লাবের আজীবন সদস্য ছিলেন তিনি।
বিকালে বাদ আসর উপজেলার ধীতপুর গ্রামের শান্তিগঞ্জ বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।