মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৭ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৭ পিএম
পাকুন্দিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লে তছনছ হয়ে যায় দোকান। প্রকা ফটো
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দোকানের ভেতরে ঢুকে পড়েছে। এ ঘটনায় আহত হয়েছে দোকান কর্মচারী, বাসযাত্রীসহ ১০ জন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারের এ ঘটনা ঘটে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাকুন্দিয়া সড়কের সুখিয়া বাজারের একটি দোকানে ঢুকে পড়ে। এতে চারটি দোকান তছনছ হয়ে যায়। আহত হয়েছেন ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।