× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৭ পিএম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১০ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তোলা। প্রবা ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে জোয়ারে ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন। বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তোলা। প্রবা ফটো

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ৫ ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। এর মাথা ও পিটের অংশে ওপরের চামড়া উঠানো ছিল। 

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়ার গঙ্গামতি এলাকায় তেত্রিশকানি পয়েন্ট ডলফিনটি দেখতে পায় স্থানীয়রা।  দুপুরের দিকে এটিকে উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘সকালে সৈকতে যাওয়ার পথে ডলফিনটিকে স্থানীয়রা এখানে দেখতে পায়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জেনেছি এটি সকালের জোয়ারে পানিতে ভেসে এসেছে। পরে আমাদের কমিটির টিম লিডারকে জানাই।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির তথ্যমতে, চলতি বছরে এই প্রথম মৃত ইরাবতী ডলফিন ভেসে এসেছে। তবে গত বছর ১৫টি এবং ২০২২ সালে ১৯টি মৃত ও জীবিত ডলফিন ভেসে এসেছে।

উপকূলের পরিবেশ-প্রতিবেশ এবং জীববৈচিত্র্য নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকোফিশ-২ বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের পরিবেশ বিনষ্ট হওয়ায় সামুদ্রিক প্রাণীগুলো এভাবে মারা যাচ্ছে। আজকে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির পুরুষ ডলফিন। তবে বেশ লম্বা সময় পরে আবার মৃত ডলফিন এলো। আমরা এটা নিয়ে গবেষণা চালাচ্ছি যে কেন প্রতি বছর এমন পরিবেশ তৈরি হচ্ছে।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগকে অবগত করে আমাদের সদস্যরা নিরাপদ স্থানে ডলফিনটিকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি। এই উপকূলীয় এলাকাজুড়ে আমরা সার্বক্ষণিক কাজ করছি ডলফিন নিয়ে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি যাতে এই মৃত্যুর কারণগুলো বের করা হয়। চলতি বছরে এটাই প্রথম সৈকতে আসা মৃত ডলফিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা