× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চরফ্যাশনে জিন তাড়ানোর নামে শিশুকে পিটিয়ে হত্যা, কবিরাজ গ্রেপ্তার

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে জিন তাড়ানোর নামে এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শশিভূষণ থানা এলাকার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সাত বছর বয়সি ওমর ফারুক উপজেলার চরমানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. কামাল খাঁর ছেলে। গ্রেপ্তার আসামির নাম কবিরাজ তাসলিমা বেগম। তিনি রাসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল জব্বার হাওলাদারের স্ত্রী।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শিশুটির শরীর থেকে জিন তাড়ানোর নামে কবিরাজ শিশুটিকে নির্মম নির্যাতন করে মেরে ফেলেছে। শিশুটির শরীরে নির্যাতনের একাধিক চিহ্ন রয়েছে। এ ঘটনায় শিশুটির বাবার মামলায় কবিরাজ তাসলিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

নিহত ওমর ফারুকের বাবা কামাল খাঁ বলেন, ‘ওমর ফারুক কয়েক দিন ধরে অসুস্থ ছিল। সে আবোলতাবোল কথা বলত। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে ফারুকের কোনো উন্নতি হয়নি। আজ সকালে উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার কবিরাজ তাসলিমা বেগমের কাছে ওমর ফারুককে নিয়ে যাই। ছেলেকে দেখে কবিরাজ জানায়, তার সঙ্গে জিন রয়েছে, এজন্য সে আবোলতাবোল কথা বলছে। তার শরীর থেকে জিন তাড়াতে হবে। এরপর ঘরের অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে একা নিয়ে যাওয়া হয়। আমরা ঘরের বাহিরে বসা ছিলাম। ঘণ্টাব্যাপী কবিরাজ তাসলিমা বেগম অন্ধকার একটি রুমের মধ্যে ওমর ফারুককে আটকে জিন তাড়ানোর নামে বেধড়ক মারধর করে। তখন কবিরাজের নির্যাতনে ছেলে চিৎকার শুরু করে। একপর্যায়ে কবিরাজ আমার ছেলের বুকের ওপর পা ও গলায় হাত দিয়ে চেপে ধরে। এতে ঘটনাস্থলেই আমার ছেলে মারা যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা