× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনের বগি বিচ্ছিন্ন

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৫৬ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪ পিএম

মঙ্গলবার দুপুর ১টার দিকে ধলা-আউলিয়া নগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। প্রবা ফটো

মঙ্গলবার দুপুর ১টার দিকে ধলা-আউলিয়া নগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। প্রবা ফটো

ময়মনসিংহে মঙ্গলবার দুপুর ১টার দিকে চলন্ত অবস্থায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচলা বন্ধ থাকে। দুপুর ৩টা থেকে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ধলা-আউলিয়া নগর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

গফরগাঁও রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার মনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাস্টার মনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১২টা ৫৬ মিনিটে  ছেড়ে যায়। ধলা-আউলিয়া নগর স্টেশনের মাঝামাঝি স্থানে দুপুর ১টা ১০মিনিটে ট্রেনটি পিছনের তিনটি বগি রেখে বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন  হয়ে যাওয়া কোচগুলো হলো এসি-গ, এসি-খ, গার্ড+ডাইনিং-ক। এতে ঢাকা ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে গফরগাঁও  রেলওয়ে স্টেশনে কর্তব্যরত  মাস্টার  মনোয়ার হোসেন  আরও জানান।

আউলিয়া নগররের স্টেশন মাস্টার হাসান জানান, এ ঘটনায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে ইঞ্জিন এসে বগি তিনটি নিয়ে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা