× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১১২ টাকায় সরকারি চাকরি পেলেন তারা

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৩৫ এএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩০ এএম

১১২ টাকায় সরকারি চাকরি পেলেন তারা

‘মাত্র ১১২ টাকার ব্যাংক ড্রাফটে চাকরি পেয়েছি, কোথাও কোনো ঘুষ দিতে হয়নি। সরকারি চাকরিতে কোনো ঘুষ লাগে না, তার প্রমাণ আমিই।’ রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে এভাবেই নোয়াখালী জেলা প্রশাসনে চাকরি পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তাওহীদূর রহমান।

কেবল তাওহীদ নন, এমন ১৮ জনকে ঘুষ ছাড়া চাকরি দিয়ে ধারণা পাল্টে দিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের আওতায় ১৮টি চতুর্থ শ্রেণির শূন্যপদে (অফিসসহায়ক পদে পাঁচজন, নিরাপত্তাপ্রহরী আটজন, পরিচ্ছন্নতা কর্মী দুজন, বেয়ারা দুজন ও মালী একজন) নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রায় সাড়ে ৩ হাজার আবেদনকারী।

নিরাপত্তাপ্রহরী পদে নিয়োগপ্রাপ্ত হাতিয়ার মিরাজ উদ্দিন বলেন, ‘মাত্র ১১২ টাকা খরচে চাকরি পাব স্বপ্নেও ভাবিনি। যেহেতু ঘুষ ছাড়া চাকরি পেয়েছি তাই আজীবন ঘুষ ছাড়া মানুষকে সেবা দেব ইনশা আল্লাহ।’

বেয়ারার পদে চাকরি পাওয়া শাকিল মিয়া বলেন, ‘অনেকেই বলেছে ঘুষ ছাড়া চাকরি হবে না। কিন্তু মাত্র ১১২ টাকা খরচে ঘুষ ছাড়াই সরকারি চাকরি পেয়েছি। এজন্য জেলা প্রশাসক স্যারের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।’

অফিসসহায়ক পদে চাকরি পাওয়া সৌরভ ভট্টাচার্য বলেন, ‘টাকা ছাড়া আমার সরকারি চাকরি হবে নিজেও ভাবতে পারতাম না। কিন্তু আজ আমি সবাইকে বলতে পারব ঘুষ ছাড়া চাকরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসক স্যারকে ধন্যবাদ জানাই।’

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমরা যারা টাকা ছাড়া, তদবির ছাড়া চাকরি পেয়েছো আমার সনির্বন্ধ অনুরোধ থাকবে মানুষের সেবা করার। তোমাদের কাছে দাবি থাকবে মানুষকে ঘোরাবে না, ভোগাবে না।’

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শহীদুল হক, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শারমিন আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা, সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদ বিন আকন্দ, সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালমা নাজনীন তৃষা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহরাব হোসাইন, কে এইচ তাসফিকুর রহমান, আবিদা খানম বৈশাখী প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা