× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি শামীম আশরাফ কারাগারে

ময়মনসিংহ সংবাদদাতা

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৩ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১৪ এএম

শামীম আশরাফকে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

শামীম আশরাফকে সোমবার বিকালে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রবা ফটো

পোস্টারের মাধ্যমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও মেয়রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রবিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ শহরের আঠারোবাড়ি বিল্ডিং এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

জানা গেছে, শামীমকে আটকের আগে সেখানে গিয়েছেন জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা।

জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন বলেন, ‘শামীম আশরাফ সিটি করপোরেশন এবং মেয়রের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের জন্য বেনামি পোস্টার দিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। আমরা তার প্রতিষ্ঠানে গিয়ে হাতেনাতে প্রমাণ পাই। সিটি করপোরেশন নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যেমূলক অপপ্রচার কখনোই উচিৎ নয়।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, ‘সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে কেউ যদি অপপ্রচার চালায়, তাহলে আইনের দৃষ্টিতে অবশ্যই তা শাস্তিযোগ্য অপরাধ। সিটি করপোরেশন একটি সরকারি প্রতিষ্ঠান। সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে শামীম আশরাফ অপপ্রচার চালিয়েছে।’

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘তার বিরুদ্ধে এখনও মামলা হয়নি। তিনি আমলযোগ্য অপরাধে জড়িত বলে সন্দেহ রয়েছে। তদন্তে প্রমাণিত হলে মামলা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা