× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকাশের পিন নম্বর নিতে ডিজিটাল ফাঁদ

চারঘাট (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২১ পিএম

বিকাশের পিন নম্বর নিতে ডিজিটাল ফাঁদ

বিকাশের গোপন নম্বর বের করে নিতে ডিজিটাল প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র। এজন্য উপবৃত্তি পেতে মোবাইলে এসএমএস করা হয়েছে। সেখানে যোগাযোগের জন্য মোবাইল নম্বরও দেওয়া হয়।

শিক্ষার্থীদের উপবৃত্তি গ্রহণের অ্যাকাউন্ট খোলা আছে এমন নম্বরে এসএমএসগুলো পাঠানো হচ্ছে। তবে উপজেলা শিক্ষা অফিস বলছে, প্রতারণার উদ্দেশ্যেই এমন মেসেজ পাঠানো হচ্ছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে শিমুল ইসলাম নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী এমন মেসেজ পেয়েছে। সে রাজশাহীর চারঘাট উপজেলার রাওথা এলাকার বাসিন্দা। গত সপ্তাহে একই এসএমএস এসেছে পিরোজপুর গ্রামের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাবরিনা আক্তার, নিমপাড়া এলাকার সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাসেল সরকারসহ অসংখ্য শিক্ষার্থীর অভিভাবকদের ফোনে। 

০১৮১০২১৯৯৩১ নম্বর থেকে পাঠানো মেসেজে উল্লেখ করা হয়, উপবৃত্তির ৪ হাজার ২০০ টাকার জন্য যোগাযোগ করুন ০১৭৬৮৪৭৫৪২২ নম্বরে। প্রচারে- শিক্ষা বোর্ড।

শিক্ষার্থী শিমুলের বাবা শফিকুল ইসলাম বলেন, ‘ছেলের বই কিনতে ও প্রাইভেট পড়াতে অনেক টাকা খরচ হচ্ছে। উপবৃত্তির এসএমএস দেখে ওই নম্বরে ফোন করলে প্রতি মাসে আমার ছেলে ৪ হাজার ২০০ টাকা করে উপবৃত্তি পাবে বলে জানানো হয়। বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ২ হাজার টাকা পাঠাতে বলে। আর ফোনে পাঠানো একটি মেসেজের কোড নম্বর দিতে বলে। কোড নম্বরটি ওই ব্যক্তিকে দিলেও ২ হাজার টাকা কাছে না থাকায় তখন পাঠাইনি। পরে স্থানীয় এক শিক্ষককে জানালে তিনি বিষয়টি ভুয়া বলে জানান। প্রতারণার বিষয়টি ধরা পড়ার পর ওই নম্বরে কল করে জানালে তাৎক্ষণিক ফোনটি বন্ধ করে দেয়। কিন্তু আমার নগদ অ্যাকাউন্টে থাকা ১ হাজার ১০০ টাকা উধাও হয়ে গেছে। পরে জানতে পারি, এভাবে বহু মোবাইলে মেসেজ দিয়ে পিন নম্বর নিয়ে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।’ 

উপজেলা শিক্ষা অফিস জানায়, চারঘাট উপজেলায় প্রাথমিক পর্যায়ে ২০ হাজার ৫০৫ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ হাজার ১৯৬ জন শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে। উপবৃত্তির টাকা সরাসরি তাদের দেওয়া বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সেবা (বিকাশ, নগদ, রকেট) ইত্যাদি অ্যাকাউন্টে জমা হয়। টাকা পেতে কোনো নম্বরে যোগাযোগ কিংবা ফোনে তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে পৌর এলাকার বাসিন্দা স্বপ্না খাতুন জানান, তার দুই মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। এমন মেসেজ তার মোবাইলেও এসেছে। পরে সেই নম্বরে ফোন দিয়ে কথাবার্তা শুনে সন্দেহজনক মনে হলে তিনি আর যোগাযোগ করেননি।

এদিকে উপবৃত্তির জন্য অভিভাবকদের যোগাযোগের জন্য দেওয়া ০১৭৬৮৪৭৫৪২২ নম্বরে কল করে সাংবাদিক পরিচয় দিলে রঙ নম্বর বলে ফোন কেটে দেয়। এসএমএস পাঠানো ০১৮১০২১৯৯৩১ নম্বরে অনেকবার কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

উপজেলা সদরের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী নির্মল কুমার বলেন, ‘শিক্ষার্থীদের অবিভাবকরা এসএমএস পেয়ে প্রতারকদের তথ্য দেওয়ার পর তাদের কথামতো টাকা ওঠানোর জন্য আমাদের কাছে আসছেন। তবে এসব মোবাইল অ্যাকাউন্টে টাকা মিলছে না, বরং অ্যাকাউন্টের আগের টাকাগুলোও হারিয়ে যাচ্ছে।’  

চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা সুলতানা বলেন, ‘এমন মেসেজের কথা অনেক শিক্ষার্থীর অভিভাবক আমাদের জানাচ্ছেন। তবে আমরা অভিভাবক সমাবেশগুলোতে এ ব্যাপারে সতর্ক করছি। ফোনে কাউকে কোনো তথ্য দিতে নিষেধ করছি।’

এ বিষয়ে চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘প্রতারকরা আমাদেরও নানাভাবে হয়রানি করছে। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ল্যাপটপসহ নানা রকম জিনিস পেতে প্রলোভন দিয়ে এসএমএস দিচ্ছে। শিক্ষার্থীদের কাছে পাঠানো এসব এসএমএস ভুয়া। শিক্ষার্থীদের টাকা অ্যাকাউন্টে এমনিতেই চলে আসবে। কোনো ধরনের মেসেজ পাঠিয়ে যোগাযোগ করতে বলা হবে না। এসএমএসের খপ্পরে পড়ে প্রতারিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।’ 

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, ‘সরকারি সুবিধার নামে এ রকম প্রতারকদের বিরুদ্ধে আমরা সচেষ্ট আছি। এমন প্রতারণার বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে থানায় জিডি করতে হবে। যাতে ওই প্রতারককে খুঁজে বের করে আইনের আওতায় আনা যায়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো মেসেজ পেলে তা যাচাই-বাছাই করে টাকা লেনদেনের পরামর্শ দিচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা