× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলওয়ে এখন উন্নয়নের চরম শিখরে: রেলপথ মন্ত্রী

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩০ পিএম

দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম প্রবা ফটো

দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনকালে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম প্রবা ফটো

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ে এখন উন্নয়নের চরম শিখরে। রেলকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানের করতে কাজ করছে সরকার। এজন্য নির্মাণ করা হবে বেশ কয়েকটি মডেল রেলওয়ে স্টেশন। এসব সম্পন্ন করতে রেলওয়ের সকল সেক্টরকে প্রকৌশলগত সহায়তা দিতে দেশের দক্ষিণাঞ্চল রাজবাড়ীতে আরও একটি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা নির্মাণ করা হবে।’  শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনকালে এ সব কথা বলেন তিনি।

দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে রেলে ভ্রমণ এখন অনেক অনন্দদায়ক, নিরাপদ ও সাশ্রয়ী জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়নের যাত্রা সুদূর প্রসারী। এগিয়ে যেতে হবে আরও অনেক পথ। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে এবং দেশ একটি মডেল রাষ্ট্রে পরিণত হবে। আরও অনেক আগে রেলকে সমৃদ্ধ করে গড়ে তোলা যেত। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও রাজনৈতিক কারণে তা সম্ভব হয়নি।’ 

সাবেক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান (ফিজার), রেলপথ মন্ত্রণালায়ের সচিব হুমায়ন কবির, মহাপরিচালক (ডিজি) কামরুল হাসান, পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান যন্ত্রপ্রকৌশলী (সিএমই,পশ্চিম) মুহম্মদ কুদরত-ই-খুদা, জেলা প্রশাসক শাকিল আহম্মেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহম্মেদ, পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, মেয়র আমজাদ হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা