× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন-আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায় : হুইপ বাবু

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৯ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬ পিএম

শনিবার  আড়াইহাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। প্রবা ফটো

শনিবার আড়াইহাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু। প্রবা ফটো

জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু বলেছেন, এই গরিব দেশ আজ এমন এক জায়গায় চলে গেছে যা দেখে চীন আমাদের সঙ্গে প্রেম করতে চায়। আমেরিকাও আমাদের সঙ্গে প্রেম করতে চায়, সম্পর্ক রাখতে চায়। কারণ বঙ্গবন্ধু এমন একজন মানুষ (শেখ হাসিনা) আমাদের জন্য রেখে গেছেন, তিনি ঠিক থাকলে এদেশের আপামর জনসাধারণের ভাগ্যের চাকা আল্লাহ ঘুরিয়ে দেবেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখীতে মিথিলা গ্রুপের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বাবু বলেন, ‘আড়াইহাজারে সব রাস্তার টেন্ডার করা আছে। কোনো ভাঙা রাস্তা থাকবে না। আগামী ডিসেম্বরের আগে দুই গাড়ি একসঙ্গে চললে থামতে হবে, এমন রাস্তা রাখব না।

এসময় হুইপ এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলের পেছনে আরেকটি গেট স্থাপনের পদক্ষেপের নেওয়ার কথা জানান। পাশাপাশি খানপাড়া এলাকায় ড্রেনেজ ব্যবস্থার জন্য ১০০ কোটি টাকার বরাদ্ধের ঘোষণা দেন তিনি।

মিথিলা গ্রুপের চেয়ারম্যান আজহার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা, মিথিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান, পরিচালক কায়েস খান টয়েস, পরিচালক মাহাবুব খান হিমেল, মেয়র সুন্দর আলীসহ কয়েকজন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা