× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাগরিকদের সচেতনতায় চসিকের ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৭ পিএম

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সিটি ক্যাম্পেইনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চসিক মেয়রসহ অন্যান্যরা। প্রবা ফটো

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সিটি ক্যাম্পেইনে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, চসিক মেয়রসহ অন্যান্যরা। প্রবা ফটো

নাগরিকদের সচেতন ও পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শনিবার (১৭ ফেব্রয়ারি) ক্যাম্পেইন উপলক্ষে শোভাযাত্রার পর ক্যাম্পেইনটি চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে শুরু হয়ে সিআরবি শিরীষতলায় গিয়ে শেষ হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে নাগরিকদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মাইকিং এবং বিশেষ পরিচ্ছন্নতাঅভিযান পরিচালনা করা হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে জনগণের সম্পৃক্ততা বাড়াতে ‘ক্লিন সিটি ক্যাম্পেইন’ পরিচালনা করছি। আমরা চাই জনগণ যাতে যত্রতত্র ময়লা, পলিথিন না ফেলে। জনগণ আমাদের সহযোগিতা করলে নগরীকে পরিচ্ছন্ন রাখতে আমার যে পরিকল্পনা তা বাস্তবায়িত হবে, গড়ে উঠবে ‘ক্লিন চট্টগ্রাম’।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, চট্টগ্রামের মত এত পাহাড়, বন, ফুলঘেরা সুন্দর শহর চট্টগ্রামে আর নেই। কিন্তু এ সুন্দর শহরকে পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন জনগণের সচেতন। আজকের এই ক্যাম্পেইনের মাধ্যমে বিশেষ করে তরুণদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চাই আমরা।

ক্যাম্পেইনে চসিকের কাউন্সিলর, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, চসিকের কর্মকর্তা-কর্মচারী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট চসিক, বিডি ক্লিন ও ইপসাসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ নাগরিক অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা