× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুর হেলথ কেয়ার প্রকল্প

নির্দোষ প্রমাণ হলেও চাকরি ফিরে পাননি সাত তরুণ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১৭ পিএম

গাজীপুর সিটি করপোরেশন। সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশন। সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশনের আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ না পেয়ে সাতজনকে চাকরিচ্যুত করার অভিযোগ সত্য প্রমাণিত হলেও তারা এখনও বহাল রয়েছেন। অন্যদিকে চাকরিচ্যুতদের পুনর্বহাল না করায় তারা হতশ হয়ে পড়ছেন। চাকরি ফিরে পাওয়ার আশায় ঘুরে বেড়াচ্ছেন নগর ভবনের বারান্দায়।

চাকুরিচ্যুতরা হলেন, মহানগরীর বড়বাড়ী নগর স্বাস্থ্যকেন্দ্রের ফিন্ড সুপারভাইজার সাখাওয়াত হোসেন ও মেসেঞ্জার কাম গার্ড আব্দুল বারী, সালনা নগর স্বাস্থ্যকেন্দ্রের ল্যাব টেকনোলজিস্ট সোহেল রানা ও সার্ভিস প্রমোটর মিঠু রোজারিও, কাশিমপুর মোজারমিল স্বাস্থ্য কেন্দ্রের ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট রিনা আরা খানম, কোনাবাড়ী নগর মাতৃসদন আয়া কেন্দ্রের ঝর্ণা বেগম ও মেসেঞ্জার কাম গার্ড আবুল হোসেন।

তাদের কাছে ঘুষ চাওয়ার বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে স্থানীয় সরকার বিভাগ তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, যে সাতজন স্টাফকে বিভিন্ন অভিযোগে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের পক্ষে পূর্ণ তথ্য-প্রমাণ দাখিল করতে পারেনি। প্রকল্প অফিসের কর্মকর্তারা ওই স্টাফদের মানসিক ও শারীরিক ভয়ভীতিসহ চাকরিচ্যুতির ভয় দেখিয়েছেন বলে আলামত পাওয়া গেছে। প্রজেক্ট ম্যানেজার বৃষ্টি কর্মকার, অ্যাডমিন অ্যান্ড ফ্যাইনান্স ম্যানেজার আব্দুস সাত্তার এবং এমআইএস অ্যান্ড আইটি অফিসার মাহবুব আলমের বিরুদ্ধে টাকা গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রতীয়মাণ হয়েছে। সাতজন স্টাফকে চাকরিচ্যুত করার কারণ পাওয়া যায়নি।

এ বিষয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের পরিচালক আবু ফয়েজ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, 'অন্যায় কিছু হয়ে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তদন্ত কমিটি যদি চাকরিচ্যুতদের বিরুদ্ধে কোনো দোষ না পায় তবে তারা যাতে চাকরিতে যোগ দিতে পারেন সে ব্যাপারে নির্দেশ দেওয়া হবে।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা