× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেদেনীপুরের ওরসে ছেড়ে গেল বিশেষ ট্রেন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪৮ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০১ এএম

মেদেনীপুরের ওরসে ছেড়ে গেল বিশেষ ট্রেন

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক ওরস শরীফ উপলক্ষে রাজবাড়ী থেকে দুই হাজারেরও বেশি যাত্রী নিয়ে ছেড়ে গেছে একটি বিশেষ ট্রেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টায় রাজবাড়ী রেলস্টেশন থেকে ২৪টি কোচ (বগি) সংবলিত ট্রেনটি যাত্রা শুরু করে। ওরস শেষে আগামী ১৯ ফেব্রুয়ারি আবার ফিরে আসবে। 

বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়ার সাধারণ সম্পাদক মো. আব্দুল আজিজ কাদেরী খোকন জানান, পশ্চিমবঙ্গের মেদিনীপুরের জোড়া মসজিদে আল মেদিনীপুরী (আ.) মশহুর নাম ‘মওলাপাক’-এর ১২৩তম ওরস শরীফ উপলক্ষে রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরীয়া দুই হাজারেরও বেশি যাত্রীর ভিসাসহ প্রায় সকল কার্যক্রম সম্পন্ন করেছে। ওরসে যোগদানের জন্য ভারত সরকারের সুপারিশ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ভারতীয় দূতাবাস বিশেষভাবে ভিসা দিয়ে থাকেন। 

বিশেষ এই ট্রেনটি দেখতে আসছেন অনেকে। তেমনই একজন শিহাব মিয়া। তিনি বলেন, প্রতি বছরই রাজবাড়ী থেকে মেদিনীপুরে ওরসে যোগ দিতে হাজারো মানুষ যায়। আজ ট্রেনটি দেখতে এসেছি। খুব ভালো লাগছে।’ হাবিব শেখ নামে আরেকজন বলেন, ‘দেশের অধিকাংশ জেলা থেকে ভক্তরা রাজবাড়ী থেকে এই বিশেষ ট্রেনে ভারতে যায়। তাদের ভিসাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। আমিও আগামী বছর সেখানে যাব।’

স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, ‘১৯০২ সাল থেকে আঞ্জুমান-ই-কাদেরীয়ার উদ্যোগে রাজবাড়ী থেকে মেদেনীপুরে একটি ওরস স্পেশাল ট্রেন ছেড়ে যায়। সেই ধারাবাহিকতায় এবারও যাচ্ছে। ট্রেনটিতে ২ হাজারের বেশি যাত্রী রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে যাত্রা নিরাপদ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা