× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদালতে ব্যতিক্রমী শুনানীর আয়োজন

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১০ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০২ এএম

আদালতে ব্যতিক্রমী  শুনানীর আয়োজন

বুধবার (১৪ ফেব্রুয়ারি) পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। অনেকেই নানাভাবে পালন করছে দিবসটি। তবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ ও শিশু আদালত-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার। তিনি এই দিনে ৩৬টি মামলার শুনানির করেছেন।

ভালোবাসা কেবল প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসায় সিক্ত হতে পারেন। এই ভালোবাসা বোঝাতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। আদালতে ৩৬টি মামলার শুনারির জন্য পূর্ব থেকেই ধার্য করেন। এসব মামলার প্রত্যেকটিতেই রয়েছে অসম প্রেম, প্রেমের টানে পলাতক যুগল, ধর্ষণের চেষ্টা ইত্যাদি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন বলেন, ‘ভিন্নমাত্রায় আদালত বসেছে। বিচারক মহোদয় সংশ্লিষ্টদেরকে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও গুরুজনদের আদেশ-নিষেধ মেনে চলার উপদেশ দেন।’

জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘মামলাগুলো ভিন্ন ভিন্ন দিনে শুনানি করলে বিচারক মহোদয় সবাইকে একই উপদেশ দিতে পারতেন না। মামলাগুলো একইদিনে শুনানির উদ্যোগ নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা