× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চসিক মেয়রের প্রশ্ন

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের সাহস পায় কোত্থেকে?

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩২ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৪২ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা ও সিটি করপোরেশনের গাড়ি ভাঙচুর করার সাহস কোত্থেকে পায় ওরা? এমন প্রশ্ন উত্থাপন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। 

তিনি বলেন, ‘কোনো বাধাই আমাকে দমাতে পারবে না। ফটুপাথে কোনোভাবেই দোকান বসতে দেব না। শত বাধা উপেক্ষা করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে নিউ মার্কেট মোড়ের নালা, রাস্তা ও ফুটপাথ দখলমুক্ত করেছি। পাশাপাশি উদ্ধারকৃত স্থান রক্ষায় মনিটরিং করা হচ্ছে।’

বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাসে চসিক কার্যালয়ে চসিক মেয়রের দায়িত্ব গ্রহণের তিন বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গত তিন বছরে নিজের উন্নয়ন কাজের ফিরিস্তি তুলে ধরে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা চাই ফুটপাথগুলো দখলমুক্ত থাকুক। আমরা কারও ওপরে জুলুম বা নির্যাতন করছি না। আমাদের কাছে প্রতিনিয়ত অভিযোগ আসছে। ফুটপাথ দিয়ে সাধারণ মানুষ হাঁটতে পারছে না। ইতোমধ্যে আমি হকারদের জন্য শুক্র ও শনিবার হলি ডে মার্কেট করে দেব। এরপরও হকাররা নৈরাজ্য করছে। আমরা হকারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছি।’  

নির্বাচনী ইশতেহারে ৩৭ দফা কতটুকু বাস্তবায়ন করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে চসিক মেয়র বলেন, পুরাতন চান্দগাঁও থানা এলাকায় চসিকের জমিতে টার্ফ খেলার মাঠ সংস্কার করা হচ্ছে। হালিশহর বি ব্লকে খেলার মাঠ সংস্কার করা হচ্ছে। আগ্রাবাদ বেপারীপাড়া কাঁচাবাজারের আধুনিকায়ন হচ্ছে। আন্দরকিল্লা নগর ভবন দ্রুততম সময়ে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর ফ্লাইওভারের নিচে দৃষ্টিনন্দন জানাজার স্থান নির্মাণ করা হয়েছে। মহানগরীর মূল সড়কের বিভিন্ন মোড়ে দৃষ্টিনন্দন গোলচত্বর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়াও আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের আওতায় নগরীর প্রতিটি ওয়ার্ডে ড্রেন/রাস্তা/মূলসড়কের মিড আইল্যান্ড আধুনিকায়ন করা হচ্ছে।

নগরীর জলাবদ্ধতা নিরসনে চসিক মেয়রের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। এমন প্রশ্নের জবাবে চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সব মেয়রের ওপর দোষ চাপিয়ে লাভ নেই। নগরীর বেশিরভাগ খালগুলো খননের প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। চসিক একটি খালের কাজ করছে। যা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পুরোপুরি শেষ হবে। তবে জলাবদ্ধতা নিরসনে যতদিন পর্যন্ত নগরের মানুষ সচেতন না হবে ততদিন পর্যন্ত এ বিপদ থেকে আমরা মুক্ত হতে পারব না। ঘরের কাঁথা-বালিশ থেকে শুরু করে ভাঙা চৌকি পর্যন্ত খালে পড়ছে। সচেতনতা যদি মানুষের মধ্যে না আসে তাহলে মেয়রের ওপর দোষ চাপিয়ে লাভ নেই।’

চসিক মেয়র আরও বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে নগরীর বহদ্দারহাট বারই পাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খালটির খনন কাজ চলছে। ১ হাজার ৩৬২ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে খনন করা খালটির ভৌতিক কাজের অগ্রগতি ৬০ শতাংশ। ২০২৪ সালের মধ্যে কাজটি সম্পন্ন করার পরিকল্পনা নিয়ে চলছে। নতুন খাল খনন কাজ শেষ হলে ১০ লাখ মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।’

এ ছাড়াও চসিক মেয়রের নতুন নগর ভবন নির্মাণকাজ শুরু করা হবে বলে জানিয়ে নগরীতে গত তিন বছরে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সেক্টরে চসিকের নানা কর্মকাণ্ড তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব খালেদ মাহমুদ, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাসেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. হুমায়ুন কবির চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা