× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবি ও বিএসএফের বৈঠক, ফেরত দেওয়া হলো বাংলাদেশি তিন ছাগল

হিলি (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২১ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫০ পিএম

চায়না বেগম নামে এক বাংলাদেশি নারীর তিনটি ছাগল। বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে হস্তান্তর করে মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রবা ফটো

চায়না বেগম নামে এক বাংলাদেশি নারীর তিনটি ছাগল। বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে হস্তান্তর করে মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রবা ফটো

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে ফিরে আনা হলো চায়না বেগম নামে এক বাংলাদেশি নারীর তিনটি ছাগল। পরে বিজিবি স্থানীয় কাউন্সিলর রফিকুল ইসলামকে হস্তান্তর করে মালিককে বুঝিয়ে দেওয়ার জন্য।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) হিলি সীমান্তের ৬ নম্বর বিজিবি পোস্টে সীমান্তের শূন্যরেখায় বিএসএফের এসআই রাজেস বালুদাহ বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমানের হাতে ছাগলগুলো বুঝিয়ে দেওয়া হয়।

ছাগলের মালিক চায়না বেগম ধরন্দা এলাকার বাসিন্দা। 

তিনি বলেন, ‘ছাগল তিনটি সোমবার খাবার খেতে বাসা থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর ভারতে চলে গেছে জানতে পেরে বিজিবি সদস্যদের বিষয়টি অবহিত করা হয়। তারা আজকে পতাকা বৈঠকের মাধ্যমে আমার ছাগলগুলো ফিরে এনে দেয়। ছাগল তিনটি পেয়ে আমি অনেক খুশি।’

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান বলেন, ‘এক মহিলার তিনটি ছাগল ভারতে চলে যায়। সেগুলো বিএসএফ সদস্যরা তাদের হেফাজতে রাখে। আজ তাদের সঙ্গে যোগাযোগ করে ছাগলগুলো ফিরিয়ে আনা হয়। স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে ছাগলগুলো পরিবারটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা