সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৪ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৩৫ পিএম
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। প্রবা ফটো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনি পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে উভয় গাড়ির ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারির) সকালে নাসিক ৮ নম্বর ওয়ার্ডস্থ দুই নম্বর রেললাইনের নতুন সড়কের আর কে টেক্সটাইল গ্রুপের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের মধ্য মোসা. মরিয়াম বেগম নামে এক নারীর নাম জানা যায়। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, নারায়ণগঞ্জগামী একটি মিনি পিকআপ ও ব্যাটারিচালিত ইজিবাইক দুই নম্বর আর কে টেক্সটাইল মিলের সামনের এলে সংঘর্ষ হয়। এতে চালক ও ইজিবাইকের চারজন যাত্রী এবং পিকআপভ্যানে থাকা একজনসহ মোট ছয়জন আহত হয়। পরে স্থানীয় জনতার সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।