× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাত খেয়ে শিশু হাসপাতালে, মারা গেল হাঁস

লক্ষ্মীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২০ এএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৪৪ এএম

উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদর হাসপাতাল থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। প্রবা ফটো

উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদর হাসপাতাল থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে ভাত খেয়ে ওমর আলী নামে এক বছরের শিশু অসুস্থ হয়ে পড়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। একই ভাত খেয়ে একটি হাঁসের বাচ্চাও মারা যায়। ধারণা করা হচ্ছে, ভাতের সঙ্গে বিষাক্ত কিছু মেশানো ছিল।

সোমবার (১২ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে সদর হাসপাতাল থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

শিশু ওমর রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার বৃদ্ধ মোসলেম আলী ও রূপবানুর ছেলে।

অসুস্থ হয়ে পড়া শিশুটির মা রূপবানু জানান, তিনি আশপাশের বাড়িতে কাজকর্ম করেন। মাঝেমধ্যে বিভিন্ন স্থানে ভিক্ষা করতে যান। সোমবার সকালে ভাততরকারি রান্না করে ভিক্ষা করতে বেরিয়ে যান। সন্ধ্যায় ফিরে দেখেন ওমর অসুস্থ হয়ে পড়ে আছে। তখন তাকে হাসপাতালে নেন।

তার সন্দেহ, শত্রুতা করে কেউ তার রান্না করা ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে।

শিশুটির বাবা মোসলেম আলী বলেন, ক্ষুধায় কান্নাকাটি করলে পাতিল থেকে ভাত নিয়ে ওমরকে খাওয়ানো হয়। এর পরই সে অসুস্থ হয়ে পড়ে। তারও একই সন্দেহ, কেউ শত্রুতা করে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছে।

সদর হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, ভাত খাওয়ার পর শিশুটি অচেতন হয়ে পড়ে বলে জানিয়েছেন স্বজনরা। একই ভাত খেয়ে তাদের হাঁসের বাচ্চাও মারা গেছে। শিশুটির অবস্থাও খারাপ ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী পাঠানোর পরামর্শ দিয়েছি। প্রাথমিক ধারণা, ভাতের সঙ্গে বিষজাতীয় কোনো কিছু মেশানো ছিল।

এ বিষয়ে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নোয়াখালী পাঠানো হয়েছে। আর্থিক সামর্থ্য না থাকায় সাধারণ মানুষ টাকা তুলে শিশুটির চিকিৎসার জন্য দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা