চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১২ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪২ পিএম
চাটমোহর রেলস্টেশন থেকে টিকিট কালোবাজারি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। প্রবা ফটো
পাবনার চাটমোহর রেলস্টেশনে অভিযান চালিয়ে টিকিট কালোবাজারি চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চাটমোহর রেলস্টেশনে অভিযান চালিয়ে আটক করা হয়।
আটককৃতরা হলেন—চাটমোহরের অমৃতকুণ্ডা এলাকার শরিফুল ইসলাম, তার ভাই আরিফুল ইসলাম, একই এলাকার আব্দুল জলিল, আনিসুর রহমান, জাহিদুল ইসলাম ও পূর্ব টিয়ারতলা এলাকার হাবিবুর রহমান।
র্যাব-১২, সিপিসি-২-এর অপারেশন কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়া, টিকিট বেশি দামে বিক্রির অভিযোগে আমরা অভিযান পরিচালনা করেছি। আটক ব্যক্তিদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ ও মজুদকৃত ট্রেনের টিকিট, আটটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। তাদের চাটমোহর থানায় হস্তান্তর করা হবে।’