চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৬ পিএম
চট্টগ্রামে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন মেলার আয়োজকেরা। প্রবা ফটো
চট্টগ্রামে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আইটি-ফেয়ার ২০২৪। আগামী ১৭ ফেব্রুয়ারি নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মেলা শুরু হবে। চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সোসাইটি অব চিটাগং আইটি প্রফেশনাল-এর সভাপতি মো. আব্দুল্লাহ ফরিদ।
তিনি জানান, আগামী ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
আব্দুল্লাহ ফরিদ বলেন, চট্টগ্রামে এটিই প্রথম আইটি সল্যুমন বেইজড মেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত অত্যন্ত সফলভাবে আয়োজিত হচ্ছে। এবার মেলায় দেশি-বিদেশী প্রায় ৪০টি প্রতিষ্ঠান ৬০টির মতো স্টল নিয়ে অংশ নেবে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও আয়ারল্যান্ডের মালিকানাধীন আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিচ্ছে।
তিনি জানান, এবার মেলায় তিন দিনে পাঁচটি বিষয়ের ওপর সেমিনার হবে। প্রথম দিন অর্থাৎ ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাইবার সিকিউরিটি পার্টনার বিটলসের আয়োজনে সাইবার সিকিউরিটির ওপর বিশেষ সেমিনার হবে। পরদিন বেলা ১১টায় ‘এমপাওয়ারিং টুমোরো: উইমেন ইন ডিজিটাল শেপিং স্মার্ট বাংলাদেশ’ এবং বেলা ৩টায় ‘ডিজিটাল মার্কেটিং ইন ২০২৪ অ্যান্ড বিওন্ড’ শীর্ষক সেমিনার হবে। শেষ দিন বেলা ১১টায় বিল্ডিং ‘ইনোভেশন ইকো সিসটেম ফর স্মার্ট বাংলাদেশ’ এবং বেলা ৩টায় ওরাকলের উদ্যোগে ‘রান ইফর বিজনেস বেটার ফাস্টার অ্যান্ড চিপার উইথ ওরাকল ক্লাউড’ শিরোনামে দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ, চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন, অঞ্জন শেখর দাশ, আক্তার পারভেজ হিরু, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর।