কক্সবাজার অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৯ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৯ পিএম
সোমবার দুপুরে তুমব্রু সীমান্ত ও সীমান্তে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও ডিআইজি নুরে আলম মিনা। এ সময় তাদের সঙ্গে অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবা ফটো
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। সীমান্ত এলাকা ঘুরে পরিস্থিতি অস্বাভাবিক বলা যাবে না।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ঘুমধুমের তুমব্রু সীমান্ত ও সীমান্তে থাকা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা।
মো. তোফায়েল ইসলাম বলেন, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর পরিপ্রেক্ষিতে উত্তর ঘুমধুমের দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত প্রক্রিয়া প্রায় চূড়ান্ত।
মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩৩০ বিজিপিসহ অন্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তোফায়েল বলেন, ‘বিষয়টি নিয়ে বাংলাদেশ মিয়ানমারের মন্ত্রণালয়ের আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে এটা চূড়ান্ত হবে।’
ডিআইজি নুরে আলম মিনা বলেন, ‘সীমান্ত পরিস্থিতি বিজিবি দেখছেন। আমরা সহযোগিতা করছি। অস্ত্রধারী ২৩ জনকে আটক করে মামলা দিয়েছে। এ ব্যাপারে তদন্তসহ আইনিপ্রক্রিয়া চলছে। অন্য কোনোভাবে অপরাধী অনুপ্রবেশ হলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা কক্সবাজার পৌঁছে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত পরিদর্শনে যান। ওখানে সীমান্তের লোকজন ও জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন। এরপর সাড়ে ১২টার দিকে ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান। পরিদর্শনকালে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।