পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৮ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩১ পিএম
প্রতীকী ছবি
খুলনার পাইকগাছায় চোখে-মুখে সুপার গ্লু (আঠা) লাগিয়ে ও হাত-পা বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন গৃহবধূর স্বজনরা।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, ওই নারী অসুস্থ। তার সঙ্গে কথা বলার পর সব কিছু পরিষ্কার হওয়া যাবে।
প্রতিবেশী নাজির সরদার জানান, ওই গৃহবধূর স্বামী ব্যবসায়ী। রাতে তিনি বাসায় ছিলেন না। এ সুযোগে ডাকাত দল বাসার ছাদের সিঁড়ি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা গৃহবধূকে চোখে মুখে সুপার গ্লু দেয়। একপর্যায়ে ওড়না দিয়ে হাত-পা বেঁধে ধর্ষণ করে। পরে তার কানের দুল ও নাকফুল ছিঁড়ে নেয়। আলমারি ও বাক্সে থাকা টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায় তারা।
তিনি আরও বলেন, পরিবারের সদস্যরা ভোরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিস্তারিত কিছু কেউ জানাতে পারেনি।
ওই নারীর স্বামী জানান, ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।