রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৫ পিএম
গুলিবিদ্ধ আহতশিশুর রোমিও ত্রিপুরা। প্রবা ফটো
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেকে আঞ্চলিক দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে সাত বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে শিয়ালদহলুই মৌজার মালেং পাড়া ও গন্ডাছড়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।
গুলিতে আহত শিশুর নাম রোমিও ত্রিপুরা। সে শিয়ালদহলুই মৌজার প্রবেন ত্রিপুরার ছেলে। শিশুটিকে চিকিৎসার জন্য সাজেকের মাচালংয়ে নেওয়া হয়েছে। সাজেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা এ তথ্য জানান।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, রবিবার দুপুরে সাজেক ইউনিয়নের মালেংপাড়া ও গন্ডাছড়ার মধ্যকার এলাকায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলি হয়। এতে স্থানীয় এক শিশু গুলিবিদ্ধ হয়।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রবিবার দুপুরের দিকে আঞ্চলিক দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে সাত বছরে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। তবে কোনো আঞ্চলিক দলের কোনো সদস্যের হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে সাজেক থানার ওসি (তদন্ত) দেবাশীষ পাল বলেন, ‘আমরা এই ধরনের ঘটনার কোনো খবর পাইনি।’