× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসেঞ্জারে ‘স্পর্শকাতর’ ছবি দিয়ে চাঁদা দাবি, দেবর গ্রেপ্তার

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২২ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৩ পিএম

ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক এসএম আতিক শাহরিয়ার। প্রবা ফটো

ব্ল্যাকমেইল করে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক এসএম আতিক শাহরিয়ার। প্রবা ফটো

চট্টগ্রামে এক গৃহবধূকে ব্ল্যাকমেইল করে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে দেবরকে গ্রেপ্তার করেছে সিএমপির কাউন্টার টেররিজম বিভাগ। এ সময় তার কাছ থেকে একটি স্মার্ট ফোনও জব্দ করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেন কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার আসিফ মহিউদ্দীন।

গ্রেপ্তার ওই যুবকের নাম এসএম আতিক শাহরিয়ার। তার বয়স ১৯ বছর। সে চট্টগ্রামের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেছে। 

আসিফ মহিউদ্দীন জানান, ওই নারী একজন গৃহিণী। তার স্বামী প্রবাসে থাকেন। শাহরিয়ার ফেসবুক মেসেঞ্জার থেকে প্রবাসী স্বামী ও তার স্ত্রীকে নগ্ন ছবি ও ভিডিও পাঠিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে এসব ছবি ও ভিডিও ওই নারীর আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে সম্মানহানি করার হুমকি দেন। এতে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তিনি সিএমপির কাউন্টার টেররিজম বিভাগে অভিযোগ করেন।

এরপর কাউন্টার টেররিজম ছায়াতদন্ত শুরু করে। ওই নারীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহরিয়ারকে জিজ্ঞাসাবাদ ও তার ডিভাইস চেক করা হয়। এ সময় ফেসবুক আইডিটি তার মোবাইলে খোলা পাওয়া যায় ও মোবাইলের গ্যালারিতে ছবিগুলো পাওয়া যায়। পরে গৃহবধূর অভিযোগ মামলা হিসেবে নেওয়া হয় এবং আতিককে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদে আসামি জানান, ওই নারীর একটি পুরোনো স্মার্ট ফোন থেকে তার কিছু ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও পান তিনি। পরে ফেক ফেসবুক আইডি তৈরি করে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি বিকাশ নম্বর পাঠিয়ে টাকা দাবি করেন। তাকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা