× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বাংলা সংস্কৃতির ভীত রচনা করেছে মরমিবাদ’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪ ০০:১৪ এএম

চট্টগ্রামে অমর একুশে বই মেলা মঞ্চে মরমি উৎসব অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

চট্টগ্রামে অমর একুশে বই মেলা মঞ্চে মরমি উৎসব অনুষ্ঠানে বক্তারা। প্রবা ফটো

মরমিবাদ বাংলা সংস্কৃতির ভীত রচনা করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ওবায়দুল করিম। তিনি বলেন, ‘আজকে আমাদের সমাজ চরম নৈতিকতার অবক্ষয়ে চলে গেছে। মানুষের মধ্যে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও আস্থা নেই। মানুষের নীতি-নৈতিকতা, সততাও আস্তে আস্তে শেষপ্রান্তে চলে আসছে।’

শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামে অমর একুশে বই মেলা মঞ্চে মরমি উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ওবায়দুল করিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দর্শন নিয়ে দেশ স্বাধীন করেছেন, সেই দর্শনের সঙ্গে মরমি সাধকদের অদ্ভুত মিল পাই। সেই দর্শন আমরা ধরে রাখতে পারিনি। সমাজ পরিবর্তনে মরমি সাধকদের মহান বাণী ও দর্শনকে ধারণ করতে হবে। তাহলেই আমরা প্রকৃত মানবতাবোধ সম্পন্ন মানুষ হিসাবে নিজেদের ও নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারবো।’ 

নৃ-গবেষক ড. শামসুদ্দিন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মরমি গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক ড. আজাদ বুলবুল।

স্বাগত বক্তব্য দেন, মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দীন আহমেদ মঞ্জু। অনুষ্ঠানে মরমি গান পরিবেশন করেন, সুফি ইছা মরমী সংসদ, বাউল মোজাহেরুল ইসলাম, চ্যানেল আই শিল্পী উম্মে কাউছার নিঝুম ও হারুন কাউয়াল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা