× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের বাসার গৃহকর্মীর মৃত্যু

হত্যার অভিযোগ পরিবারের, মানববন্ধনে বিচার দাবি

সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ (মৌলভীবাজার)

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৮ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০০ পিএম

গৃহকর্মী প্রীতিকে হত্যা করা হয়েছে দাবি করে মানববন্ধনে বিচার চেয়েছে পরিবার ও এলাকাবাসী। প্রবা ফটো

গৃহকর্মী প্রীতিকে হত্যা করা হয়েছে দাবি করে মানববন্ধনে বিচার চেয়েছে পরিবার ও এলাকাবাসী। প্রবা ফটো

পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয় টিলাঘেরা সবুজ চা-বাগান। এই বাগান যারা গড়ে তোলেন বা চা উৎপাদন করেন তারা এই বাগানেই প্রজন্মান্তরে বসবাস করেন। সেখানকার অন্য শিশুদের মতোই একজন প্রীতি উরাং। মৌলভীবাজারের কমলগঞ্জে মিরতিঙ্গা চা-বাগানের বাসিন্দা তারা। প্রীতি ছিল চার ভাইবোনের মধ্যে সবার ছোট। স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত তার পড়াশোনা। অভাবের কারণে এই বয়সেই ঢাকায় গৃহকর্মীর কাজে দেওয়া তাকে। সেখান থেকে তিনদিন আগে প্রীতি ফিরেছে লাশ হয়ে।

প্রীতির পরিবার ও স্বজনদের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে। তারা এর বিচার চান। প্রীতির মা নমিতা উরাং প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুই বছর আগে ডেইলি স্টারের মৌলভীবাজার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা ১৫ বছর বয়সি প্রীতিকে দেখে তার বাবার সঙ্গে কথা বলেন। প্রীতিকে ঢাকায় একটি ভালো চাকরি দেওয়ার প্রস্তাব করেন মিন্টু। প্রীতির মা-বাবা সেই প্রস্তাবে রাজি হন। পরিবারের সচ্ছলতা আনতে মিন্টুর মাধ্যমে ঢাকা পাঠানো হয় প্রীতিকে। 

নমিতা জানান, ভালো কাজের কথা বলে তাকে ঢাকায় নিয়ে দেওয়া হয় গৃহকর্মীর কাজ। ঢাকার মোহাম্মদপুরে দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার গৃহকর্মী হয় প্রীতি। চা-বাগানের বাইরে চা-শ্রমিকদের আর্থ-সামাজিক সম্পর্ক না থাকায় ভালো কিছুর আশায় পরিবারটি সহজে রাজি হয়ে যায়। গত দুই বছরে তার পরিবারকে পারিশ্রমিক হিসেবে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

প্রীতির বাবা লোকেশ উরাং বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি সকালে হঠাৎ করে সাংবাদিক মিন্টু আমাদের শ্রীমঙ্গলে একটি মিটিংয়ে নিয়ে যাবেন বলে জানান। শ্রীমঙ্গল যাওয়ার পর অন্য একটি গাড়িতে করে আমাদের মিন্টু ঢাকায় নিয়ে যান প্রীতি অসুস্থ বলে। কিন্তু গিয়ে দেখি আমাদের মেয়েটি আর নেই।’

প্রীতিকে হত্যা করা হয়েছে দাবি করে এর বিচার চেয়েছে পরিবার ও এলাকাবাসী। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে মিরতিংগা চা-বাগানে শ্রমিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মিরতিংগা চা-বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। মানববন্ধনে চা-বাগানের শ্রমিকসহ স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা অংশ নেন।

চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বলেন, ‘শুনেছি প্রীতির উপর আগে থেকেই মানসিকভাবে নির্যাতন করা হতো। সেই নির্যাতনের ধারাবাহিকতায় প্রীতি আজ আর আমাদের মধ্যে নেই। চা-শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রীতি হত্যার সুষ্ঠু বিচার চাই।’

গত ৬ ফেব্রুয়ারি নবম তলা থেকে পড়ে প্রীতির মৃত্যু বলে খবর প্রচারিত হয়। মোহাম্মদপুরের ওই বাড়িরই একটি বাসায় থাকেন আশফাকুল হক। মৃত্যুর পর স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এ ঘটনায় বুধবার সকালে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন প্রীতির বাবা লোকেশ উরাং। মামলায় সাংবাদিক আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়। পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। আদালত তাদের কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। এ বিষয়ে সাংবাদিক মিন্টু দেশোয়ারার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা