× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত আসনের এমপি হতে চান চট্টগ্রামে ৭৪ নেত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫২ পিএম

সংরক্ষিত আসনের এমপি হতে চান চট্টগ্রামে ৭৪ নেত্রী

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ। সেই লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম শেষ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার জন্য দলটির মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন চট্টগ্রামের ৭৪ নেত্রী। গত ৫ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই তিন দিনে দলের কেন্দ্রী কার্যালয় থেকে এসব মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা নেওয়া হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগ চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা করবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ, স্বতন্ত্র ও ১৪ দলীয় জোট পাবে ৪৮টি আসন। জাতীয় পার্টি পাবে দুটি আসন। এবার সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় ফরম কিনেছেন চট্টগ্রামসহ সারা দেশে ১ হাজার ৫৪৯ জন প্রার্থী।

গত তিনদিনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ৭৪ নারী নেত্রী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করার কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় দপ্তর ব্যবস্থাপনা উপকমিটি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সালাউদ্দিন সাকিব। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সংরক্ষিত আসনের এমপি হতে চট্টগ্রামের মোট ৭৪টি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মধ্যে প্রথমদিন ৩৭টি, দ্বিতীয় দিন ২৪টি এবং তৃতীয় দিন ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যান্যবারের চেয়ে এবার সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক বেশি।’ 

বিতরণের প্রথমদিন মঙ্গলবার মোট ৩৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সুচিন্তা ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীলু নাগ, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপিকা সায়েরা বানু রৌশনী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুন নাহার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত, সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী, ডবলমুরিং আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত ডা. আফছারুল আমীনের স্ত্রী ডা. কামরুন নেছা, খালেদা আক্তার চৌধুরী, প্যানেল মেয়র ও কাউন্সিলর আফরোজা জহুর, মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, সাবেক সংসদ সদস্য মঈনুদ্দীন বাদলের স্ত্রী সেলিনা খান, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সাবরিনা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি প্রয়াত মোছলেম উদ্দিন আহমেদের বড় মেয়ে দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজি শারমিন সুমি, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর মেয়ে রাওকাতুন নুর, মেহ-ই জাবীন, সৈয়দা সাহেদা সুলতানা, মমতাজ খান, উম্মে হাবিবা, ইয়াছমিন সুলতানা, বিলকিস আকতার চৌধুরী, ফারহানা জাবেদ, রোকসানা পারভীন, জেসমিন পারভীন, অ্যাডভোকেট রিক্তা বড়ুয়া, জেসমিন প্রেমা, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু, রেহেনা আকতার, জান্নাতুন নূর তানিয়া, ফেরদৌসি আলী রুবী, হেমন্তি শুক্লা মল্লিক, পাপড়ি সুলতানা চৌধুরী ও জীবন আরা বেগম। 

দ্বিতীয় দিন বুধবার মোট ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি রুমানা নাসরীন, সৈয়দা রাজিয়া মোস্তাফা, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সাহেলা আবেদীন রীমা, তাহমিনা হক শিরিন, অধ্যাপিকা ববি বড়ুয়া, কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ বেবী, রেহেনা বেগম চৌধুরী, ফারজানা আফসার, উম্মে কুলসুম, সালেহা কাদের, জুবাইদা ছরওয়ার চৌধুরী নীপা, রেখা আলম চৌধুরী, আবিদা আজাদ, শাহিদা আকতার জাহান, জাহেদা বেগম পপি, শামীম আরা লিপি, ফাতেমা বেগম, নাজমা আক্তার, ববিতা বড়ুয়া, ফারিহা আকবর রিয়া, সিদরাতুল মুনতাহা তৃনা, তৃপ্তি রানী বড়ুয়া। 

তৃতীয় দিন বৃহস্পতিবার মোট ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন, চসিকের কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নি, জেরিন তাসলিম চৌধুরী, নাসরিন আক্তার, সৈয়দা তাহমিনা সুলতানা, মনা প্রকাশ ফাল্গুনী হিজড়া, দিপ্তী দাশ, বিনা চৌধুরী, বিবি মরিয়ম, শাহীন আরা বেগম, রেহেনা আক্তার, রোকসানা আল ও তাহেরা মেহের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা