ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪১ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৮ পিএম
ফেনীর রেলস্টেশনে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রবা ফটো
ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের চারটি চাকাসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫৬ মিনিটের দিকে ফেনী রেলস্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেনী স্টেশন মাস্টার মো. হারুন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর থেকে চট্টগ্রামমুখী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টা ৫৬ মিনিটের দিকে ফেনী স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। এ সময় ট্রেনটির চারটি চাকাসহ এক বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী ট্রেন এলেই বগিটি সরানোর ব্যবস্থা করা হবে।
ফেনী রেলস্টেশনের জিআরপির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রেনটি ফেনী স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।’