× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্মার্ট বাংলাদেশ গড়তে চীন স্মার্ট স্কুল নির্মাণে সহযোগিতা করবে : চীনা রাষ্ট্রদূত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩১ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর নোয়াপাড়া লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কুলিয়ারচর নোয়াপাড়া লায়ন মুজিব-মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে চীনের পক্ষ থেকে স্মার্ট স্কুল নির্মাণে সহযোগিতা করা হবে। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের কুলিয়ারচরে মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কথাগুলো বলেন তিনি। এ সময় সফরসঙ্গী হিসেবে ছিলেন চীনা রাষ্ট্রদূতের সহধর্মিণী মিস লিও এবং মেয়ে জোওয়াও।

ইয়াও ওয়েন আরও বলেন, ‘এ দেশে চীন শুধু সড়ক, বিমানবন্দর ও সেতু নির্মাণ করছে না, শিক্ষা ক্ষেত্রেও অবদান রাখতে চায়। আজকে এই স্কুলে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা শুরু হলো। সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগিতায় চীনের পক্ষ থেকে স্মার্ট স্কুল নির্মাণ করে দেওয়া হবে।’ 

অনুষ্ঠানে লায়ন মুজিব মুনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া মমতাজ, বাজিতপুর সার্কেল অফিসার সত্যজিত কুমার ঘোষ, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম প্রমুখ।

চীনের রাষ্ট্রদূত দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘চীন বাংলাদেশের ভালো বন্ধু। চীন ও বাংলাদেশের জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করে যেতে চাই।’

এ সময় তিনি আরও বলেন, ‘লায়ন মুজিব মুনা গার্লস স্কুলে এসে আমি অনেক আনন্দিত। এখানে এসে আমার ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ ও জাতির ভবিষ্যৎ শিক্ষার ওপর নির্ভর করে। চলতি বছরে এই স্কুল থেকে চীনা ভাষার কোর্স চালু করব। চীনের স্কুলগুলোর সঙ্গে বাংলাদেশের শিক্ষার্থীদের যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।’ 

এ সময় তিনি লায়ন মুজিব মুনা স্কুলে একটি স্মার্ট ক্লাসরুম করে দেওয়ার আশ্বাস দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা