বগুড়া অফিস
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:১৩ পিএম
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:৩৫ পিএম
গ্রেপ্তার আসামি মারুফ। প্রবা ফটো
বগুড়ায় উচ্চস্বরে কথা বলা নিয়ে বাগবিতণ্ডার জেরে যুবক খুন হওয়ার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে র্যাব-১২ বগুড়া কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তার আসামি মারুফ জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা। এর আগে শুক্রবার বিকাল ৫টার দিকে র্যাবের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া এলাকা থেকে হত্যা মামলার এই আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন বলেন, ‘হত্যার ঘটনায় নিহতের বাবা শাজাহানপুর থানায় মামলা করেন। তখন র্যাবের যৌথ অভিযানে আসামি মারুফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।’
মঙ্গলবার হত্যার শিকার আলামিন বয়ড়াদিঘীতে তার বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে উচ্চস্বরে কথা বলা নিয়ে মারুফ নামের ওই যুবকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। বাগবিতণ্ডার একপর্যায়ে আলামিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মারুফ। এরপর আলামিনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।