× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় স্কুলছাত্র ‘খুন’

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৬ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৭ পিএম

নিহত স্কুলছাত্র নীরব হাসান। প্রবা ফটো

নিহত স্কুলছাত্র নীরব হাসান। প্রবা ফটো

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্কুল ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ কারায় বখাটের ছরিকাঘাতে স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার কামারগাও চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্র নীরব হাসান কামারগাও আলহাজ কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।  

স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযাগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান চলাকালে বাঘড়া ইউনিয়নের মাগডাল এলাকার কয়েকজন বখাটে স্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করে। নীরব এ সময় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের সঙ্গে তার বিরাধ সৃষ্টি হয়। পরে বখাটেরা সেখান থেকে চলে যায়। এর জের ধরে  গতকাল বিকালে কাজী চৌধুরীবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের পাশে এসে বখাটেরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে য়ায়। স্থানীয়রা নীরবকে উদ্ধার করে শ্রীনগর উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নীরবের বাবার নাম মৃত দেলোয়ার হোসেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। বাবা মারা যাওয়ার পর তার মা  দুই ছেলেকে  নিয়ে মামা খৈয়ম বেপারীর বাড়িতে থাকতেন। দুই ছেলের মধ্যে  নীরব বড়। 

এ ব্যাপারে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে পুলিশ তা খুঁজে বের করার চেষ্টা করছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা