× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে ফসলি জমির মাটি কাটা বন্ধ করতে এমপির কঠোর নির্দেশনা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৭ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৩ এএম

সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সাংবাদিকসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রবা ফটো

সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সাংবাদিকসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রবা ফটো

ড্রেজারের মাধ্যমে বেআইনিভাবে ফসলি জমি থেকে মাটি কেটে জমি নষ্ট করার অপরাধে সেই জমির মালিককে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নবীনগরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে সাংবাদিকসহ স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমকে এ নির্দেশনা দেন তিনি।

স্থানীয়রা জানান, ইদানীং নবীনগর উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই ফসলি জমির মাটি কেটে মোটা অঙ্কের টাকায় বিক্রি করার মহোৎসব চলছে। এ পরিপ্রেক্ষিতে অনুমতিবিহীন মাটি কাটার এ অবৈধ ব্যবসা বন্ধের দাবি করেন তারা।

জানা যায়, অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ডাকবাংলো প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকরা বিষয়টি নিয়ে সংসদ সদস্যকে জানালে, তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা দেন।

এমপি বাদল বলেন, ‘ফসলি জমির মাটি কাটার সঙ্গে জড়িত ক্রেতা-বিক্রেতা উভয়কেই আইনের আওতায় এনে নিয়মিত মামলা দিতে হবে। তা হলেই এসব বন্ধ হবে।

ইউএনও তানভীর ফরহাদ শামীম এ নির্দেশ যথাযথভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন এলজিইডির চট্টগ্রাম বিভাগীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পিডি প্রকৌশলী আমিনুর রশীদ, নবীনগর পৌরসভার মেয়র শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ নসুসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা