× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে নবজাতকের মৃত্যুর ঘটনায় ভুয়া চিকিৎসকের জেল

মেহেরপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৮ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৪ এএম

ডিএমএফ ডা. শরিফুল ইসলামের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম। প্রবা ফটো

ডিএমএফ ডা. শরিফুল ইসলামের ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম। প্রবা ফটো

মেহেরপুরের গাংনীতে এক ভুয়া ডাক্তারকে দুই বছরের কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম অভিযুক্তকে কারাদণ্ড ও জরিমানা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আবদুল আল মারুফও উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সাজা পাওয়া সুজন আলী উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। বড় ভাইয়ের ডাক্তারি সনদে চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যে কারণে সম্প্রতি তার চিকিৎসাধীন দুই দিনের এক নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নাদির হোসেন শামীম বলেন, গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএমএফ ডা. শরিফুল ইসলাম নিজ গ্রাম মোহাম্মদপুরে ফার্মেসি ও চেম্বার খুলেছেন। সেখানে নবজাতকসহ শিশু রোগী দেখেন তিনি। এলাকার মানুষের কাছে শিশু বিশেষজ্ঞ নামে পরিচিত তিনি। ডা. শরিফুলের অনুপস্থিতিতে তার ছোট ভাই সুজন আলী রােগী দেখেন। বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার বাওট গ্রামের মনিরুল ইসলামের দুই দিনের নবজাতককে চিকিৎসা দেন সুজন আলী। অ্যান্টিবায়োটিকসহ দিয়েছেন তিন বোতল সিরাপ। সিরাপ খাওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়ে নবজাতকটি। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় ওই চেম্বারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার সুজন আলীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা