× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামের পর্যটন খাত

ডিসি পার্কে সাড়া পেয়ে আরও ৪৯ কোটির প্রকল্প

আবু রায়হান তানিন, চট্টগ্রাম

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩২ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৯ পিএম

ডিসি পার্কে সাড়া পেয়ে আরও ৪৯ কোটির প্রকল্প

সোমবার বিকাল ৪টা। চট্টগ্রামের ডিসি পার্কের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছিলেন অর্জুন হোসাইন জিহাদ। সম্প্রতি ছুটিতে দেশে এসেছেন এই কুয়েতপ্রবাসী। ছোট ভাইকে সঙ্গে নিয়ে পার্কটি দেখতে এসেছিলেন তিনি। পার্কের ভেতরে প্রবেশ করতেই দর্শনার্থীর ভিড় দেখে বিস্ময় প্রকাশ করে জিহাদ বলেই বসলেন, ‘এত মানুষ! সাধারণ দিনে এই অবস্থা হলে ছুটির দিনগুলোতে কেমন মানুষ হয়।’ 

১৯৪ একরের এই পার্কের যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কোনো অংশে তিল ধারণের ঠাঁই নেই। খবর নিয়ে জানা গেল, সোমবার ওই পার্কে টিকিট কেটে প্রবেশ করেছে ১০ হাজার ৮০০ দর্শনার্থী। সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল আলম বলেন, এর বাইরে প্রতিদিন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও উপজেলাগুলোর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও দুই-তিন হাজার দর্শনার্থী পার্কে আসে। 

তাহলে বন্ধের দিনগুলোতে কী ধরনের ভিড় হয়? জিহাদের এই প্রশ্নটির উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে, গত শুক্রবার ৩৩ হাজার ১০০টি টিকিট বিক্রি হয়েছে এই পার্কে। পরের দিন শনিবার বিক্রি হয় ২২ হাজার ২০০টি। সপ্তাহের বাকি দিনগুলোতে গড়ে ১০ থেকে ১৫ হাজার দর্শনার্থী এই পার্কে ঘুরতে আসে।

ফৌজদারহাটের ১৯৪ একর জায়গায় ১০ বছরের বেশি সময় ধরে অবৈধভাবে দখলে রেখেছিল একটি চক্র। গত বছর তা উচ্ছেদ করে ফুলের পার্ক গড়ে তোলার পরিকল্পনা নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। তখন ১২৩ প্রজাতির ফুল নিয়ে ১০ দিনের ফুল উৎসবের আয়োজন করা হয়। এবার ১২৭ প্রজাতির লক্ষাধিক ফুল নিয়ে মাসব্যাপী ফুল উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন। এবারের উৎসবে যুক্ত হয়েছে বিভিন্ন ধরনের ১৫টি নৌকা নিয়ে নৌকা প্রদর্শনী এবং চট্টগ্রাম জেলার চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম নিয়ে চিত্রপ্রদর্শনী। 

ফুলের সমারোহের পাশাপাশি সানসেট ভিউ পয়েন্ট, পিজিওন কর্নার, স্যুভেনির শপ, দিঘিতে কায়াকিংয়ের ব্যবস্থা, লোনাপানির ঝরনাসহ নানা আয়োজনে মুগ্ধতার পাশাপাশি অতিরিক্ত ভিড় নিয়েও দর্শনার্থীদের বিরক্তি আছে। তবে বিষয়টাকে ইতিবাচক দেখছেন অনেকে। তেমনই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান বিন আলম। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘শহরে আসলে বিনোদনের জায়গা কম। এই কারণে অল্প যা কিছু জায়গা আছে, সবখানে মানুষের ভিড় লেগে থাকে। যেমন পতেঙ্গা সি বিচ কিংবা শাহ আমানত সেতুতে সবসময় দল বেঁধে মানুষ ঘুরতে যায়। মানুষের বিনোদনের ব্যবস্থার সংকটটা সামনে আসছে। সেই অভাবের মধ্যে একটা নতুন দম ফেলার জায়গা তো হলো।’ 

প্রশাসনের আন্তরিকতা নিয়ে ভালো লাগছে জানিয়ে এই শিক্ষার্থী বলেন, ‘বর্তমান ডিসি পর্যটন নিয়ে বেশ আন্তরিক মনে হলো। ডিসি পার্কের পাশাপাশি, ট্যুরিস্ট বাস, ফুল ডে ট্যুরসহ বিভিন্ন উদ্যোগ তিনি নিয়েছেন। এ ধরনের উদ্যোগ চলমান থাকলে মানুষের বিনোদনের সুযোগ বাড়বে। সমাজে এর ইতিবাচক প্রভাব পড়বে।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের এমন উদ্যোগ ও তাতে মানুষের সাড়া দেওয়া নজরে পড়েছে উচ্চ মহলেরও। এরই মধ্যে পর্যটন খাতে বিনিয়োগের জন্য ৪৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে। এসবের আওতায় ডিসি পার্কের পাশে বোট মিউজিয়াম, ডলফিন শোর আয়োজন করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। পাশাপাশি চট্টগ্রাম চিড়িয়াখানার পাশে ১০ একর জায়গায় বার্ডস পার্ক গড়ে তোলার পরিকল্পনাও প্রায় চূড়ান্ত।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এতদিন আমরা নিজস্ব ফান্ড থেকে এসব করেছি। সরকারি কোনো বরাদ্দ আমরা নিইনি। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আমাদের একটা প্রকল্প জমা দিতে বলা হয়েছে। ৪৫ কোটি টাকার একটা প্রকল্প জমা দিয়েছি। সেটা কিছু রিভিশন হচ্ছে, আবার তারা বলেছে, আমাদের ৪৯ কোটি টাকা বরাদ্দ দিতে চায়। জনগণের জন্য এখানে আরও বিনোদনমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা