× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিঙ্গাইরে রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২০ এএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৪ এএম

সিঙ্গাইরে চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ। প্রবা ফটো

সিঙ্গাইরে চলাচলের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ। প্রবা ফটো

মানিকগঞ্জের সিঙ্গাইরে দীর্ঘদিন ধরে চলাচল করে আসা রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আওলাদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পৌর এলাকার ঘোনাপাড়া গ্রামের ওই রাস্তাটি বন্ধ করায় তিন গ্রামের মানুষ ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার।

এ বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনে গণস্বাক্ষরসংবলিত লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না। উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে; মিথ্যা মামলার পাঁয়তারা চলছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাইর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়া-বকচর গ্রামের সংযোগের রাস্তাটি দিয়ে দীর্ঘ ১৫-২০ বছর যাবৎ সাধারণ মানুষ ও একটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে আসছে। ওই রাস্তার পাশের একটি জমি কেনেন বলধারা ইউনিয়নের পারিল গ্রামের আওলাদ হোসেন। তিনি দীর্ঘদিনের ব্যবহারের রাস্তাটি বন্ধ করে একটি ভবন নির্মাণ শুরু করেন। এতে ভোগান্তিতে পড়ে কয়েক গ্রামের হাজারো। বেশি অসুবিধা হচ্ছে গোবিন্দল-ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর। রাস্তাটি বন্ধ করায় প্রায় ১ কিলোমিটার ঘুরে ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে শিক্ষার্থীদের চলাচল করতে হচ্ছে।

শিক্ষার্থী মরিয়ম আক্তার মাহি বলে, ‘এ রাস্তা দিয়ে আমরা সহজে স্কুলে আসা-যাওয়া করতাম। রাস্তাটি বন্ধ করায় খুবই অসুবিধা হচ্ছে। রাস্তাটি পুনরায় উদ্ধার করে চলাচলের উপযোগী করার দাবি জানাই প্রশাসনের কাছে।’

গোবিন্দল-ঘোনাপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘রাস্তাটি বন্ধ করায় তিন গ্রামের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। ওই রাস্তা দিয়ে বকচর, বিনোদপুর ও নয়াপাড়া গ্রামের শিক্ষার্থীরা সহজে স্কুলে আসা-যাওয়া করত। রাস্তাটি বন্ধ করায় তাদের চরম অসুবিধা হচ্ছে।’

স্থানীয় আখতারুজ্জামান সোহেল বলেন, ‘রাস্তাটি সচল রাখার জন্য এলাকাবাসীর গণস্বাক্ষরসংবলিত দাবি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে দিয়েও প্রতিকার পাচ্ছি না। উল্টো আমাকেসহ লোকজনদের ভয়ভীতি ও মিথ্যা মামলা দেওয়ার পাঁয়তারা করছেন প্রভাবশালী আওলাদ হোসেন।’

এ বিষয়ে কথা বলতে আওলাদ হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি।

সিঙ্গাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার বলেন, ‘একটি রাস্তা দখলের বিষয়ে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে আমরা নোটিস করেছি। কিন্তু নোটিস অমান্য করে নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানতে পেরেছি। রাস্তা দখল করার কোনো সুযোগ নেই। পৌরসভার নিয়ম অনুযায়ী কোনো স্থাপনা করতে চাইলে ৩ ফিট জায়গা রেখে কাজ করতে হবে। আমরা পৌরসভার আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন, ‘এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরসহ একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। খুব দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা