প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৩৩ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৮ পিএম
বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে অংশ নিতে গিয়ে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলো, মো. জনি ও সোহেল দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি নরসিংদী জেলা শিবপুর থানার দক্ষিণ সাধারণ চর গ্রামে।
আহতরা হলো- মো. জাহিদ হাসান, মো. নজরুল ইসলাম, মো. ইকবাল হোসেন ভূঁইয়া ও মো. জিসান।
আহত নজরুল ইসলাম জানান, আমরা সবাই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গী বিশ্ব ইজতেমায় আসি। আসার পথে আমাদের অটোরিকশাটাকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে আমরা সবাই আহত হই। পরে আমাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সে দুজন মারা যান। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘আহত অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।’