× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৩, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:০১ পিএম

ভাঙ্গায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ সমর্থকদের বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  প্রবা ফটো

ভাঙ্গায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ সমর্থকদের বেশ কিছু বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রবা ফটো

ফরিদপুরের ভাঙ্গায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় প্রতিপক্ষের হামলায় বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের বাড়রা গ্রামে।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, প্রায় এক মাস আগে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহ ও স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সমর্থকদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বাড়রা এলাকার তারেক মিয়ার নেতৃত্বে শুক্রবার হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালানো হয়। হামলায় আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফরউল্লাহর চৌধুরীর সমর্থক আলামিন মীর, বারেক মীর, লুৎফর মৃধা, জব্বার মৃধা, আলিফ হোসেন, মর্জিনা বেগমের বাড়িঘর ভাংচুর ও আসবাবপত্র লুট করা হয়। এছাড়া রেহেনা বেগমসহ তিনজনকে কুপিয়ে আহত করা হয়।

এ বিষয়ে তারেক মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পুলিশ অভিযোগ তদন্ত করে দেখছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা