× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:১৭ পিএম

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। প্রবা ফটো

রূপগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান। প্রবা ফটো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধভাবে দখল করা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূইয়া, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।

ইউএনও আহসান মাহমুদ রাসেল বলেন, ‘ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। গত ৪ দিন আগে আমরা সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলাম। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাল এলাকায়  অবৈধভাবে বসানো ফুটপাত ও স্থাপনা ভেকু এবং বোল্ডরেজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, শিক্ষার্থ, সাধারণ ও পথচারীরা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা