× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়নের পথে হাঁটছি, পেছনে নেওয়ার চেষ্টা করলে ব্যবস্থা : আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৬ পিএম

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক। প্রবা ফটো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘কোনো সন্ত্রাস সহ্য করব না। আমরা উন্নয়নের পথে হাঁটছি। আমাদের পেছনের দিকে আর নিয়ে যাওয়া যাবে না। যারা পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ ঈদগাহ মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলার বড়বাজার-ধরখার সড়কের বনগজ এলাকায় ৫ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত একটি সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের কাজই হচ্ছে মানুষ যেন কষ্টে থাকে- সেই ব্যবস্থা করা। আমরা ২০১৪ সালে আমরা যখন নির্বাচন করতে গিয়েছি তখন তারা (বিএনপি-জামায়াত) নির্বাচন বয়কটের নামে অগ্নিসন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে বাসে পুড়িয়ে মেরেছে। এরপর ২০১৮ সালের নির্বাচনের সময় বিএনপি-জামায়াত মনোনয়ন বাণিজ্য করেছে, মানি লন্ডারিং করে টাকা বিদেশে নিয়ে গেছে। আর এখানে একেকটা আসনে ৩-৪ জন করে মনোনয়ন দিয়েছে। তারপর নির্বাচন করেনি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হয়েছে অভিযোগ করে আনিসুল হক বলেন, ‘২০২৪ সালের নির্বাচনেও তারা (বিএনপি-জামায়াত) সেরকম ষড়যন্ত্র করেছিল। মানুষের কাছে তারা ভোটের জন্য আসে না। তারা মনে করে যে, বিদেশে তাদের কিছু মুরুব্বির কাছে কান্নাকাটি করলে তারা তাদের পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসাতে পারে কি না।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতারা যারা হত্যার রাজনীতি করতেন আর ক্ষমতায় থাকতেন বাংলাদেশের মানুষ আপনাদের চিনে ফেলেছে। আপনারা আর সেই খেলা খেলতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে।’

‘বাংলাদেশের মানুষ ৭ জানুয়ারি ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছে। এই জনপ্রতিনিধিরাই বাংলাদেশের মানুষের সেবা করবে। সেটাই ম্যান্ডেট এবং সেটাই হবে,’ যোগ করেন আনিসুল হক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা