× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি

রংপুর অফিস

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩২ পিএম

সংগৃহীত ছবি।

সংগৃহীত ছবি।

রংপুরে সড়কে গাছ ফেলে ডাকাতি হয়েছে। পুলিশ বলছে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বদরগঞ্জ উপজেলার বদরগঞ্জ-লালদিঘী সড়কের কদমতলীতে এ ঘটনা ঘটে। রংপুর পুলিশ লাইনসে কর্মরত এসআই মেহেদী হাসান ও শরিফুল নামের এক ব্যক্তি ডাকাতির শিকার হয়েছেন।

শুক্রবার দুপুরে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া জানান, এসআই মেহেদী হাসান সাদা পোশাকে বদরগঞ্জ-লালদিঘী সড়ক দিয়ে মোটরসাইকেলে করে একাই বদরগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় ডাকাত দল গাছ সড়কে ফেলে তাকে আটক করে। পরে মেহেদীকে টেনে-হিঁচড়ে অদূরে নিয়ে গিয়ে মারপিটের পর তার মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। মারধরে মেহেদীর মাথা ও কপাল ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একই রাতে শরিফুল নামে আরেক ব্যক্তিকে ডাকাতরা মারপিট করে টাকা ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, সড়কে দায়িত্বে থাকা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ডাকাতরা মোটরসাইকেলগুলো নিয়ে যেতে পারেনি। পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা