চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৯ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৪ পিএম
চট্টগ্রামে আগুনে পুড়েছে হকার্স মার্কেট। ছবি : সংগৃহীত
সাপ্তাহিক বন্ধের দিনে চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি কাপড়ের গোডাউনের মালামাল পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হওয়ার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। ঐতিহ্যবাহী এই হকার্স মার্কেটে অন্তত হাজারখানেক কাপড়ের দোকান, টেইলার্স ও কাপড় রাখার অসংখ্য গুদাম রয়েছে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মার্কেটটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘অগ্নিকাণ্ডে মোট ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনটি কাপড়ের গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউন থেকে ৬০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা বলে, শুক্রবার বন্ধের দিন থাকায় প্রায় সব দোকান বন্ধ ছিল। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মার্কেটের একটি দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মুহূর্তেই কালো ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানে।