গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১০:৫২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪ ১২:১২ পিএম
গাজীপুরে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মো. এখলাস মিয়া নামে আরও এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে এবারের ইজতেমায় চারজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মো. হাবিবুল্লাহ রায়হান।
৭০ বছর বয়সি এখলাস মিয়া নেত্রকোণার বুরুজুরি স্বল্পদিঘীয়া গ্রামের বাসিন্দা।
হাবিবুল্লাহ রায়হান জানান, রাতে এখলাস মিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে একই দিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেত্রকোণার কুনিয়া কুমড়ি এলাকার আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাদ ফজর ইজতেমা ময়দানে দুই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ স্বজনরা নিয়ে যান।
হাসপাতাল ও ইজতেমা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ইজতেমায় অংশ নিতে এসে এখন পর্যন্ত চারজন মারা গেছেন। বুধবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউরা গ্রামের ইউনুস মিয়া এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চৌহদ্দীগ্রামের জামাল উদ্দিন মারা যান। আর বৃহস্পতিবার মারা যান নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আবদুস সাত্তার।