সিলেট অফিস
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০০:৫০ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪ ১১:১৬ এএম
সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতাদের নিয়ে নবনির্মিত শবদাহ চুলার উদ্বোধন করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রবা ফটো
সিলেট নগরীর চালিবন্দর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মহাশ্মশান শবদাহের চুলা উদ্বোধন করলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতাদের নিয়ে নবনির্মিত এ শবদাহ চুলার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনের পর মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সব ধর্মের লোককে একটি বয়সের পর মৃত্যুর স্বাদ নিতে হবে। তাই আমাদের উচিত কবর ও শ্মশানের যথাযথ গুরুত্ব দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এ নগরীকে অসাম্প্রদায়িক ও আদর্শ নগরী হিসেবে গড়তে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহানা বেগম শানু, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত শন্তু, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ প্রমুখ।