× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহকের টাকা আত্মসাৎ, সাবেক ব্যাংক কর্মকর্তার ১২ বছরের কারাদণ্ড

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২৩:৪৮ পিএম

প্রতীকী ফটো

প্রতীকী ফটো

গ্রাহকের টাকা ভুয়া এফডিআর দেখিয়ে আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় মো. ইফতেখারুল কবির নামে সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে ১২ বছর ৩ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বুধবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় দেন। একই রায়ে আদালত ১ কোটি ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর ৩ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. মুসা এ তথ্য নিশ্চিত করে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রায় ঘোষণাকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

দণ্ডিত ইফতেখারুল কবির, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের চান্দঁগাও শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন।  

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৬ মার্চ ইস্টার্ন ব্যাংকের ওই শাখায় ৯০ লাখ টাকার এফডিআর খোলার জন্য আসেন গ্রাহক ফজিলাতুন নেছা বেগম। এরপর ওই কর্মকর্তা গ্রাহকের জাল এফডিআর খোলার সঙ্গে গ্রাহকের কাছ থেকে কৌশলে একটি অ্যাকাউন্ট পে চেকে স্বাক্ষর করে নেন। পরে ওই চেক নগদায়নের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন।

এই ঘটনায় ২০১৯ সালের ১৪ অক্টোবর দুদকের চট্টগ্রামের উপসহকারি পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে ব্যাংক কর্মকর্তা মো. ইফতেখারুল কবিরকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

ওই মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা