× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় খাদ্যনিয়ন্ত্রক ও মিলমালিকদের ভর্ৎসনা খাদ্যমন্ত্রীর

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪ ২০:৪৭ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪ ২১:০০ পিএম

মিনিকেট চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। প্রবা ফটো

মিনিকেট চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। প্রবা ফটো

হঠাৎ চালের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে মিনিকেট চালের প্রধান মোকাম কুষ্টিয়ার খাজানগরে অভিযান চালিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ওই মোকামে যান। এ সময় একটি মিলের গুদামে প্রায় ৪০০ টন ধানের মজুদ খুঁজে পান মন্ত্রী। সুবর্ণা অটো রাইস মিলের মালিক জিন্নাহ আলম অন্য একটি মিলের গুদামে অবৈধভাবে এ ধান মজুদ করেছিলেন। মন্ত্রীর নির্দেশে তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করা হয়। এ ছাড়া একই ব্যক্তির মালিকানাধীন একটি আটার কলের গুদামে ১৫০ টন গমের অবৈধ মজুদ পেয়ে তাও সিলগালা করার নির্দেশ দেন তিনি।

তা ছাড়া মন্ত্রী পর্যায়ক্রমে খাজানগর মোকামের অন্যতম মিনিকেট চাল উৎপাদনকারী প্রতিষ্ঠান দেশ এগ্রো ফুড, সুর্বণা এগ্রো, স্বর্ণা এগ্রো ফুড, আল্লার দান এগ্রো এবং রশিদ এগ্রো ফুড মিলে যান। এসব মিল ও এগুলোর গুদাম ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। প্রায় প্রতিটি মিলেই কিছু না কিছু অসঙ্গতি খুঁজে পান তিনি এবং মিল মালিকদের ভর্ৎসনা করেন। পাশাপাশি তিনি কুষ্টিয়া জেলা খাদ্যনিয়ন্ত্রক বাবুল হোসেনকেও ভর্ৎসনা করেন। তিনি খাদ্য নিয়ন্ত্রককে বলেন, ‘এসব অনিয়ম কেন এত দিন চোখে পড়েনি? সবকিছু যদি আমাকে দেখতে হয় তাহলে তোমরা এখানে কী করো?’

মন্ত্রীর সঙ্গে খাদ্যসচিব ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শাখাওয়াত হোসেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক এহেতেশাম রেজাসহ খাদ্য বিভাগের কর্মকর্তা ও চালকল মালিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা