বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২২:৩৯ পিএম
বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রতিটিকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার কলসকাঠী ইউনিয়নের পূর্ব বাগদিয়া গ্রামে এ অভিযান চালানো হয়। ইটভাটা তিনটি হলো- ওয়ান ব্রিকস, বঙ্গ ব্রিকস ও মৃধা ব্রিকস।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রিকতা। বাকেরগঞ্জ থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমার বলেন, ‘জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।’