× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশের উপস্থিতিতে হামলায় একজন নিহত, আহত ৮

মেঘনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:০৭ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:২৬ পিএম

প্রতিপক্ষের হামলায় নিহত মো. কামরুল। প্রবা ফটো

প্রতিপক্ষের হামলায় নিহত মো. কামরুল। প্রবা ফটো

কুমিল্লার মেঘনা উপজেলায় পুলিশ মোতায়েন অবস্থায় প্রতিপক্ষের হামলায় কামরুল নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আটজন। সোমবার (২৯ জানুয়ারি) উপজেলার চালিভাঙ্গা বাগ বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। আহতরা হলেনদাইয়ান, সোহেল ও হানিফা। এর মধ্যে দাইয়ানের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের ছোট ভাই নিজাম সরকার হত্যা মামলার আসামি জেলা পরিষদের সদস্য কাইয়ুম হোসাইনসহ তার দলের লোকেরা জামিনে মুক্তি পেয়েও তাদের নিজ বাড়িতে আসতে পারছিল না। বিষয়টি নিয়ে শুক্রবার মেঘনা থানার উদ্যোগে পুলিশ মোতায়েন করে কাইয়ুম গ্রুপের লোকদের বাড়ি যেতে বলা হয়।

পরে রবিবার রাত থেকে চালিভাঙ্গা বাজারে অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়। সে সুবাদে কাইয়ুম গ্রুপের নলচর, ফরাজিকান্দি, চালিভাঙ্গার লোকজন সোমবার দুপুরে যার যার বাড়ি যাওয়ার চেষ্টা করে। চালিভাঙ্গা বাগ বাজারে কাইয়ুম গ্রুপের কিছু লোক ট্রলারে করে বাজারঘাটে নামলে হুমায়ুন গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কামরুলসহ বেশ কয়েকজন আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় একজনের মৃত্যু ঘটে। আহত আরেকজনের অবস্থাও মুমূর্ষু বলে জানা যায়।

এ বিষয়ে চালিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি আজ বাড়িতে ছিলাম না। বিকালে গ্রামে এসেছি। আমার ছোট ভাই টিটু কাইয়ুমের লোকজনদের বাজারে ঘুরতে দেখলে গ্রামের সবাইকে ডাকে। পরবর্তীতে কী ঘটেছে জানি না।’

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নলচরে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে বলা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা