চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ২০:৫০ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ২১:২১ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামের নগরীর চকবাজারে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরা পশ্চিম গলির নেপচুন টাওয়ারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোনাম সামা তাহানী নেপচুন টাওয়ারের মালিক হায়দার আলীর মেয়ে। মাদারবাড়ী সিটি গার্লস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত স্কুলছাত্রী নেপচুন টাওয়ারের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা খোঁজ নিয়ে জেনেছি এটি দুর্ঘটনা। মেয়েটি অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়। তারপরও তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হচ্ছে।’