ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:০৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৮:৪৭ পিএম
ঘাতক রানা হোসেনকে আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। প্রবা ফটো
ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ জানুয়ারি) বেলা ৩টায় সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ওই ব্যক্তির নাম রানা হোসেন। নিহত নিলা খাতুন কোড়াপাড়া গ্রামের শরিফুল ইসলামে মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিলার সঙ্গে এক বছর আগে জেলার শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের কামাল ইসলামের ছেলে রানার বিয়ে হয়। রানা শ্বশুর বাড়িতে থেকে রাজমিস্ত্রির কাজ করতেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ ও কলহ চলে আসছিল।
এরই জের ধরে সোমবার বিকালে কথাকাটাকাটির একপর্যায়ে রানা হোসেন নিলাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন আহত নিলাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, অভাব-অনটনের সংসারে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে রানা তার স্ত্রী নিলাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে জানিয়েছে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই রানাকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।