হোমনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:২৭ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:৫২ পিএম
হোমনায় শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগে মারধরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলশিক্ষার্থীরা। প্রবা ফটো
কুমিল্লার হোমনায় মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. পারভেজ আহমেদকে তুলে নিয়ে মারধরের অভিযোগে মারধরকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলশিক্ষার্থীরা।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে মাথাভাঙা ভৈরব উচ্চ বিদ্যালয়ের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ আহমেদ ভাইকে বিদ্যালয় থেকে অপহরণ করে নিয়ে নির্মমভাবে মারধর করে আহত করে। এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি।
বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, স্কুল চলাকালীন সময়ে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ ভাইকে যারা তুলে নিয়ে মারধর করেছে আমরা তাদের শাস্তি চাই।
মো. পারভেজ আহমেদের চাচাতো ভাই মিলন বলেন, পারভেজ এই স্কুলের একজন শিক্ষার্থী। সে ২৮ জানুয়ারি স্কুলে এলো, পূর্বের শত্রুতার জের ধরে ইউপি সদস্য শাহ আলীর নেতৃত্বে রনি, সেলিম, তানবীর, আনিছ, জুয়েলসহ আরও কয়েকজন তাকে স্কুলের মাঠ থেকে অপহরণ করে নিয়ে মারধর করে আহত করেন।
তিনি আরও বলেন, আমরা তাদের শাস্তি চাই। আর কেউ যেন কোনো শিক্ষার্থীর ওপর নির্মমভাবে মারধর করতে সাহস না পায়।
এ বিষয়ে জানতে ইউপি সদস্য শাহ আলীর মোবাইলে কল করলে ফোনটি অন্য একজন রিসিভ করেন এবং তিনি নেই বলে জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছে। আমরা তা তদন্ত করছি এবং তদন্ত শেষে আমরা আইনগত ব্যবস্থা নেব।